বাসস দেশ-৪০ : চুনারুঘাটে ১৪টি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

460

বাসস দেশ-৪০
ব্রিজ-ভিত্তি প্রস্তর
চুনারুঘাটে ১৪টি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
হবিগঞ্জ ,২৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চুনারুঘাটে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণের জন্য ১৪টি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ।
আজ বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগান কাঁঠালবাড়ি সংলগ্ন ভুগলীছড়ার উপর ব্রিজ নির্মাণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই উন্নয়ন চলমান থাকবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে লড়াই শুরু করেছেন তাও অব্যাহত থাকবে। কেউ যদি দুর্নীতিতে জড়িত থাকে তাহলে কোন রকম ছাড় পাবে না। এই সরকারের আমলে আমরা বিমানকে লাভজনক করেছি। শীঘ্রই বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন প্রমুখ।
বাসস/সংবাদদাতা/এমএআর/২১০০/-শআ