আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় মিনিবারের সন্ধান ॥ মাদক ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ ॥ আটক ২

616

ঢাকা, ২৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে
অবৈধ মিনিবারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সেখান থেকে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. খুরশিদ আলম বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গুলশান-২ এর ৫৭ নম্বর রোডে ১১/এ হোল্ডিংয়ে আজিজ মোহাম্মদের বাসায় মদের মিনি বারে অবৈধ মাদক বিক্রি ও সেবন করা হয়। আমরা অভিযানে এসে বাড়ির ছাদে একটি মিনি বারের সন্ধান পাই। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এই ভবনে অভিযান চালিয়ে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন সরঞ্জাম কয়েন, কার্ড ও গুটি উদ্ধার করা হয়।এসময় বাসার কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়েছে।
খুরশিদ আলম বলেন, আজ বিকেল সাড়ে ৪টা থেকে এই অভিযান শুরু হয়েছে। পরে পাশের একটি ভবনে অভিযান চালানো হয়।