রাজধানীর গুলশানে ওয়্যার হাউজে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্বার

256

ঢাকা, ২৪ অক্টোম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীতে চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে গুলশানে ডিপ্লোমেটিক ওয়্যার হাউজে অবৈধ মাদকের সন্ধানে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর ১০৮ নম্বর রোডে ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোমেটিক ওয়্যার হাউজটিতে অভিযান শুরু করে র‌্যাব-১ এর একটি দল।
র‌্যাবের আইনও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া জানান, রাজধানীতে চলমান অবৈধ ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চলছে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারোয়ার আলম।
তিনি জানান, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনো গুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ ওঠেছে।