বাসস দেশ-২৩ : মাওয়ায় নিরবচ্ছিন্ন ফেরী চলাচলের ওপর সংসদীয় কমিটির গুরুত্বারোপ

145

বাসস দেশ-২৩
ফেরি-চলাচল
মাওয়ায় নিরবচ্ছিন্ন ফেরী চলাচলের ওপর সংসদীয় কমিটির গুরুত্বারোপ
ঢাকা, ২৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : মাওয়া ফেরী ঘাটের নিরবচ্ছিন্ন ফেরী চলাচলের ওপর গুরুত্বারোপ করে বিষয়টি মনিটরিং করতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে নদীর নাব্যতা বজায় রাখার জন্য নিয়মিত ড্রেজিং করারও সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে কমিটির সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক বিগত প্রথম থেকে দশম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থার প্রধানগণ উপস্থাপন করেন। কমিটির সদস্যবৃন্দ এর ওপর বিস্তারিত আলোচনা করেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৮৫২/-অমি