মৌলভীবাজারের আদালতে ডিএনসিসি ওয়ার্ড কাউন্সিলর মিজান

544

মৌলভীবাজার, ২২ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আজ মৌলভীবাজারের একটি আদালতে হাজির করা হয়েছে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা শ্রীমঙ্গল থানার একটি মামলায় আদালতের নির্দেশে আজ তাকে গ্রেফতার (শোন এরেষ্ট) দেখানো হয়েছে।
তাকে মঙ্গলবার বেলা ১১টার দিকে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোঃ সালেহ্ আহমদের আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন আদালত মঞ্জুর করেন। পরে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
১২ অক্টোবর র‌্যাবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ১১ অক্টোবর সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে হাবিবুর রহমান মিজানকে আটক করে। ওই সময় তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে র‌্যাব সূত্রে জানা যায়।