আন্তঃকোরীয় আলোচনায় উ.কোরিয়া সম্মত : সিউল

344

সিউল, ২৪ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়া আগামী সপ্তাহে সিউলের সাথে উচ্চ পর্যায়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। একটি ব্যতিক্রমী আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলন আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করতে তারা এ বৈঠকে বসতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, আন্ত:কোরীয় শীর্ষ সম্মেলনের পথ সুগম করার লক্ষে বৃহস্পতিবার উভয় দেশ অস্ত্রবিরতি পালন করা সীমান্তবর্তী পানমুনজম গ্রামে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে। এপ্রিল মাসের শেষের দিকে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বাসস/কেএআর/১১০০/এমএজেড