বিভিন্ন জেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত

380

ঢাকা, ১৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ দেশের বিভিন্ন জেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী’।
বাসস’র শরীয়তপুর সংবাদদাতা জানান, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় দিবস উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: আমীর হামজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুল হাসান, খামারবাড়ী শরীয়তপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহসিনুল হক।
বাসস’র লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ জেলায় র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যেগে বুধবার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বেলাল হোসেন খান, প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. সফি উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মদ প্রমুখ।
বাসস’র হবিগঞ্জ সংবাদদাতা জানান, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যেগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক তমিজউদ্দিন খানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।
বক্তব্য রাখেন- জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম, জেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক (শষ্য) জালাল উদ্দিন প্রধান, উপপরিচালক (পিপি) মোস্তফা ইকবাল আজাদ, উপপরিচালক (উদ্যান) আতিকুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রমুখ।
বাসস’র ঝিনাইদহ সংবাদদাতা জানান, খাদ্য দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান।
এসময় বক্তারা, নিরাপদ, পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। তারা উৎপাদন বাড়াতে কৃষিতে প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন।