কমনওয়েলথভুক্ত দেশসমূহের বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে লন্ডন গেছেন বাণিজ্যমন্ত্রী

551

ঢাকা, ৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশসমূহের বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে লন্ডনের উদ্দেশ্যে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন।
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
যুক্তরাজ্যের সেক্রেটারি অফ স্টেট ফর ইন্টারন্যাশনাল ট্রেডের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এই সম্মেলনে যোগদান করছেন। ৯ ও ১০ অক্টোবর লন্ডনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে- কমনওয়েলথভুক্ত দেশেসমূহের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করা এবং ২০৩০ সালের মধ্যে কমনওয়েলথভুক্ত দেশেসমূহের বাণিজ্য দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। এ উদ্দেশ্য সফল করতে গঠিত ৫টি ক্লাষ্টারের মধ্যে বিজনেস টু বিজনেস কানেকটিভিটি ক্লাষ্টারে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। এ ক্লাষ্টারের মূল ফোকাস কমনওয়েলথভুক্ত দেশেসমূহের বেসরকারি খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণ করা। এর মাধ্যমে কমনওয়েল্থভুক্ত দেশেসমুহের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি ও জীবন মান উন্নয়নে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের পথ সুগম হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যে কমনওয়েলথ-এর শীর্ষনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কমনওয়েলথ কানেকটিভিটি এজেন্ডা (সিসিএ) গৃহীত হয়। এ এজেন্ডা সফল করতেই কমনওয়েলথভুক্ত দেশেসমূহের বাণিজ্যমন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।