জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে

238

জয়পুরহাট, ৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : ১৫ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ৫ম হতে ৮ম তলা পর্যন্ত নির্মাণ কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
জয়পুরহাট গণপূর্ত বিভাগ সূত্র বাসস’কে জানায়, দেশের ৬৪ জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) ২য় সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ৫ম হতে ৮ম তলা পর্যন্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ৫ম হতে ৮ম তলা পর্যন্ত ভবনের নির্মাণ কাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানান, জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান। এখন চলছে ফিনিসিং কাজ। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ও দৃষ্টি নন্দন জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ৫ম হতে ৮ম তলা পর্যন্ত নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা। নির্মাণ কাজ শেষ হলে বিচারক, বিচার প্রার্থী ও আইনজীবীসহ আগন্তকরা উন্নত সুযোগ সুবিধা লাভ করবে।