অস্ত্র ও মাদক মামলায় সম্রাটকে ২০ দিনের রিমান্ডের আবেদন

555

ঢাকা, ৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়েরকৃত পৃথক মামলায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন পুলিশ।
রিমান্ড আবেদনে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি সম্রাটকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে প্রত্যেক মামলায় তার বিরুদ্ধে ১০দিন করে রিমান্ডের আবেদন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা সম্রাটকে গ্রেফতার ও তার রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী ৯ অক্টোবর দিন ধার্য করেন।
পুলিশ মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরমানকেও ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়। আগামী ৯ অক্টোবর আদালত এই আবেদনেরও শুনানি করবেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ ডিএডি আবদুল খালেক আজ বিকেলে সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় দুটি মামলা দায়ের করেন। আরমানকে মাদক মামলায় আসামি করা হয়।
রোববার ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকোড়া ইউনিয়নের কুঞ্জশ্রিপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র‌্যাব।