হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশ কুমারী পূজা অনুষ্ঠিত

321

হবিগঞ্জ, ৬ অক্টোবর,২০১৯ (বাসস): শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজার মন্ত্র পাঠ করেন স্বামী নরেশ আনন্দজী।
এবার কুমারী রূপে পূজিত হয়েছেন শহরের পুরানমুন্সেফী এলাকার বাসিন্দা সৌমেন্দ্র নাথ মল্লিকের সাত বছর বয়সী মেয়ে সোমা মল্লিক। কুমারী শাস্ত্রিয়মতে তার নাম রাখা হয় কুঞ্জিকা। সে রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার বাড়ি যশোর জেলায়। বাবার চাকরির সুবাদে তারা হবিগঞ্জে বসবাস করছেন। পূজা পরিদর্শন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সাবেক পৌর মেয়র জি কে গউছ। পূজা উপভোগ করতে আশপাশের জেলা থেকেও হাজারও পুজারী হবিগঞ্জে আসেন।
এদিকে এবারের কুমারী পুজা শুধু রামকৃষ্ণ মিশন নয়, অনুষ্ঠিত হয় বাহুবলেও। বাহুবল উপজেলার জয়পুর শচী অঙ্গণধামে কুমারী পুজা অনুষ্ঠিত হয়। এটি শচী অঙ্গনধাম জয়পুর মিরপুর বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে ৪র্থ বারের মত কুমারী পূজা আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক। দুপুর ১২টায় অঞ্জলী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।