বাসস প্রধানমন্ত্রী-৭ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

476

বাসস প্রধানমন্ত্রী-৭ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
হাসিনা-মোদি
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

শেখ হাসিনা আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা, পানি বণ্টন, ব্লু ইকোনমি, এনআরসি, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, যুব ও সাংস্কৃতির মতো সাতটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
এনআরসি নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারো বাংলাদেশকে আশ্বস্থ করে বলেছেন, এটি তার দেশের আভ্যন্তরীণ বিষয়।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে খুবই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ বর্ণনা করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, দুই নেতা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
শহীদুল হক বলেন, দুই নেতা এখন অন্য ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টনের অপেক্ষায় রয়েছেন। এতে উভয় দেশের জনগণ লাভবান হবে এবং পানির টেকসই ব্যবহার করতে পারবে।
বাসস/এএইচজে/অনুবাদ-এবিএইচ/২৩৩৫/মমআ/-এবিএইচ