বাসস ক্রীড়া-১৬ : কোহলির চাপ কমাতে রোহিত শর্মাকে টি-২০ অধিনায়ক করার প্রস্তাব যুবরাজের

251

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-রোহিত শর্মা-বিরাট কোহলি
কোহলির চাপ কমাতে রোহিত শর্মাকে টি-২০ অধিনায়ক করার প্রস্তাব যুবরাজের
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : তিন ফর্মেটে নেতৃত্ব দেয়া বিরাট কোহলির ওপর থেকে চাপ কমাতে রোহিত শর্মাকে টি-২০ দলের নেতৃত্ব দেয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক যুবরাজ সিং।
বর্তমানে সিমীত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) দলের নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন তিনি। চতুর্থবারের মত মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা এনে দিয়েছেন। যুবরাজ বলেন, বিশ্ব সেরা ব্যাটসম্যান কোহলির ওপর থেকে নেতৃত্বের চাপ কমাতে রোহিত শর্মাকে পরীক্ষা করার ধারণাটি খারাপ হবে না।
আজ টক নিউজ চ্যানেলকে যুবরাজ বলেন, ‘আগে অধিনায়করা দুই ফর্মেটে নেতৃত্ব দিতেন। একটি ওয়ানডে এবং অপরটি টেস্ট। সেটিই ছিল সঠিক। তবে এখন ক্রিকেটে তিনটি ফর্মেট চলে এসেছে। এটি যদি বিরাটের জন্য চাপের হয়ে যায় তাহলে টি-২০ ক্রিকেটের জন্য অন্য কাউকে পরখ করে দেখা দরকার। সে ক্ষেত্রে রোহিত হচ্ছেন সফল একজন অধিনায়ক।’
যুবরাজ বলেন, ‘আমি আসলে সঠিকভাবে জানি না বিরাটের ওপর কাজের চাপ কতটুকু পড়ছে সেটি টিম ম্যানেজমেন্ট কিভাবে নিরূপন করে। টি-২০ ক্রিকেটের জন্য অন্য কাউকে পরখ করে দেখার প্রয়োজন আদৌ আছে কি-না। এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে ভবিষ্যতে কিভাবে তারা সামনের দিকে এগুতে চায় সেটির ওপর। বিরাট একজন সেরা ব্যাটসম্যান। তিনি কিভাবে কাজের চাপ সামাল দিচ্ছেন? এটি সম্পূর্ণ টিম ম্যানেজম্যান্টের বিষয়।’
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে ভারতীয় দলের চার নম্বর ব্যাটসম্যান নির্বাচনে টিম ম্যানেজম্যান্টের ভুল সিদ্ধান্তের প্রসঙ্গও টেনে আনেন যুবরাজ। তিনি বলেন, ‘আপনাকে আগে চিহ্নিত করতে হবে সেরা ব্যাটসম্যানকে। তারপর তাকে সহযোগিতা করতে হবে। বিশ্বকাপে চার নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৮ রান। কোচ ও নির্বাচকদের জানা উচিৎ, চার নম্বরের ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে, যেখানে বল সিম করে।
চার নম্বরের ব্যাটসম্যানকে দক্ষতার দিকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। বিজয় শংকরের সেই অভিজ্ঞতা ছিল না। ঋৃষভ পন্থের ছিল না সেই অভিজ্ঞতা। তবে দলের বাইরে থাকা দিনেশ কার্তিক ছিলেন অভিজ্ঞ।’
যুবরাজ বলেন, যে কোন ক্রিকেটারের বেশি দরকার সুরক্ষা। আমি জানি না দলের ‘থিঙ্ক ট্যাংকরা’ কি করছেন। আপনি যদি কোন খেলোয়াড়ের সেরাটা বের করে আনতে চান, তাহলে তাকে সুরক্ষা দিতে হবে। কোন খেলোয়াড় যদি সুরক্ষা না পায়, তাহলে সে কখনো ভাল খেলতে পারবে না। আর ভারত বিশ্বকাপের শিরোপা জয় করতে না পারার অন্যতম কারন হচ্ছে সেটি।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯০৫/-স্বব