বাসস ক্রীড়া-৮ : লিগ পর্বে টানা দুই হারে চিন্তিত নয় আফগানিস্তান

238

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-আফগানিস্তান
লিগ পর্বে টানা দুই হারে চিন্তিত নয় আফগানিস্তান
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ হারলেও ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল নিেিয় চিন্তিত নয় আফগানিস্তান। কেননা তার আগেই নিশ্চিত হয় আফগানিস্তানের। তাই শেষ দুই ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় চালায় আফগানরা। আর ঐ দু’ম্যাচেই হারের স্বাদ নেয় রশিদ-নবীরা। ফলে জিম্বাবুয়ে-বাংলাদেশের কাছে হারের স্বাদ নিয়ে ফাইনালে খেলতে নামবে আফগানিস্তান। তবে শেষ দুই ম্যাচে হারে চিন্তিত নন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। আত্মবিশ্বাসের সাথেই ফাইনালে বাংলাদেশকে মোকাবেলা করবে আফগানিস্তান বলে জানান রশিদ। তিনি বলেন, ‘ফাইনালে সেরা দলই খেলানো হবে। যে দলটি টি-২০ ফরম্যাটে যেকোন দলকে হারানোর ক্ষমতা রাখে।’
ঢাকায় লিগের প্রথম পর্বে দু’টি ম্যাচই জিতেছিল আফগানিস্তান। জিম্বাবুয়েকে ২৮ ও বাংলাদেশকে ২৫ রানে হারায় তারা। কিন্তু চট্টগ্রামে ফিরতি পর্বে জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে ও বাংলাদেশের কাছে ৪ উইকেটে ম্যাচ হারে আফগানরা। তবে টুর্নামেন্টের চতুর্থ ও চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে হারলে, আফগানিস্তানের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়। তাই চট্টগ্রামে খেলতে নামার আগেই ফাইনালের টিকিট পায় আফগানরা। যে কারণে দল নিয়ে শেষ দুই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পায় রশিদের দল।
ফাইনালকে সামনে রেখে আজ রশিদ বলেন, ‘চট্টগ্রামে আমরা টানা দু’টি ম্যাচ হেরেছি। এখন আমরা ঢাকায় ফাইনাল খেলবো, যেখানে প্রথম পর্বের দু’টি ম্যাচই জিতেছিলাম। আমি মনে করি, আমাদের খেলাটি উপভোগ করা দরকার। চট্টগ্রামে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম। ফাইনালে আমরা সেরা দলটিই নিয়ে খেলতে নামবো।’
টানা দু’টি হারে চিন্তিত নন রশিদ। মানসিকভাবে দল শক্ত আছে জানিয়ে তিনি বলেন, ‘লিগ পর্বের খেলা শেষ হয়েছে, এখন আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি। প্রথম দুই ম্যাচে আমরা ইতিবাচক যা করেছি, সেগুলোর দিকেই বেশি নজর দিচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা ফাইনালে উঠেছি। আগের হার বা জয়, কোন ধরনের সমস্যা তৈরি করবে না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, গত তিন-চার বছর ধরে টি-২০তে আমরা যেভাবে ক্রিকেট খেলছি, সেখানে আমরা যদি সেরাটা খেলতে পারি তবে বিশ্বের যেকোন দলকে হারাতে পারি। আমরা মনে করি, আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাই আমাদের স্থির থাকতে হবে এবং পারফরমেন্স করতে হবে।’
ফাইনালের আগে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আফগানিস্তান অধিনায়ক রশিদ। ফলে ফাইনালে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে ম্যাচ শুরুর আগ মুহূর্তে খেলার ব্যাপারে সিদ্বান্ত নিবেন বলে জানান রশিদ, ‘এখনই কিছু বলতে পারছি না। আজ ও আগামীকাল ইনজুরি নিয়ে কিছু কাজ করা হবে। আশা করছি ভালো কাজে দিবে। দেখতে চাই কি হয় এবং আগামীকাল চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হবে।’
ফাইনালের উইকেট কেমন হতে পারে, এটি নিয়ে চিন্তিত নন রশিদ। যেকোন উইকেটে খেলার জন্য তার দল প্রস্তুত বলে জানান তিনি, ‘টার্নিং বা ফ্লাট, যেকোন উইকেটে আমরা খেলার জন্য প্রস্তুত। শেষ দুই ম্যাচে আমরা ফ্লাট উইকেটে খেলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কিভাবে মানিয়ে নিতে পারি এবং পারফর্ম করতে পারি। এটিই এখন আমাদের মূল লক্ষ্য।’
বাসস/এএমটি/১৯৩০/মোজা/স্বব