বাজিস-৫ : সাতক্ষীরায় জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

502

বাজিস-৫
সাতক্ষীরা- সমাবেশ
সাতক্ষীরায় জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা, ২১ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : জেলায় আজ জঙ্গিবাদ ও মাদক বিরোধী এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আজ শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ মজুমদারের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল।
শিক্ষার্থীদেরকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করতে চায় তারা আমাদের মেধাবী সন্তানদের বিপদগামী করছে। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।’
সমাবেশে দুর্নীতি ও ধর্মীয় জঙ্গিবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।সমাবেশ শেষে দুর্নীতি ও ধর্মীয় জঙ্গিবাদ বিরোধী নাটক ‘আমরা করবো জয়’ অনুষ্ঠিত হয়।
বাসস/সংবাদদাতা/২১২৫/এমকে