হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৭টি ড্রেজার মেশিন জব্দ

321

হবিগঞ্জ, ২০ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের তুঙ্গেশ্বর এলাকায় মরা খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৭টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দেখা যায়, অবৈধ বালু উত্তোলনকারীরা মরা খোয়াই নদীর বিশাল এলাকাজুড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। তিনি জানান, এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে ড্রেজার ওই ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে এবং পাইপগুলো আগুনে পোড়ানো হয়েছে।
তিনি আরও জানান, এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।