চিকিৎসা সেবার মান বাড়াতে সরকার সহযোগিতা করছে : তথ্য প্রতিমন্ত্রী

536

পাবনা, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা সেবার মান বাড়াতে এ সরকার সহযোগিতা করছে।
তিনি বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় ডায়াবেটিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে দেশের আনাচে-কানাচে ডায়াবেটিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। বেড়া উপজেলায় ডায়াবেটিক সমিতির কার্যক্রম শুরু হওয়ায় এ অঞ্চলের মানুষ উপকৃত হবে।
বেড়া ডায়াবেটিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ইলিয়াসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু, বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল প্রমুখ বক্তৃতা করেন।
পরে তথ্য প্রতিমন্ত্রী ডায়াবেটিক সমিতির ল্যাবের উদ্বোধন ও ল্যাব পরিদর্শন করেন।