হবিগঞ্জে পুরাতন খোয়াই নদীর ত্রিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

317

হবিগঞ্জ, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় আজ অভিযানের তৃতীয় দিনে পুরাতন খোয়াই নদীর ত্রিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের মাহমুদাবাদ এলাকায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনদিনে প্রায় দেড়শ’ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, পুরো খোয়াই নদী দখলমুক্ত হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।