বাজিস-১১ : ময়মনসিংহে ৬৪ জন ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ

261

বাজিস-১১
ময়মনসিংহ-পুনর্বাসন
ময়মনসিংহে ৬৪ জন ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ
ময়মনসিংহ, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : পুনর্বাসনের লক্ষ্যে জেলার সদর উপজেলায় ৬৪ জন ভিক্ষুকের মাঝে আজ ভ্যান গাড়ি, সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম ও বিকল্প কর্মসংস্থান’ প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. কামরুল আহসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী ভিক্ষুকরা এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৩৫/-এমকে