বাসস দেশ-২৭ : ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ দর্শণার্থীদের দৃষ্টি কেড়েছে বাংলাদেশি পণ্য

262

বাসস দেশ-২৭
টেক্সওয়ার্ল্ড-বাংলাদেশি পণ্য
‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ দর্শণার্থীদের দৃষ্টি কেড়েছে বাংলাদেশি পণ্য
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ফ্রান্সের রাজধানীতে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ দর্শণার্থীদের দৃষ্টি কেড়েছে বাংলাদেশি পণ্য।
এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চার-দিনব্যাপী ট্রেডশোতে ১৬টি বাংলাদেশি পোশাক, ফেব্রিক্স ও চামড়ার তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানসমূহ হলো- ইভেন্স টেক্সটাইল, মমটেক্স এক্সপো, রিজেন্ট টেক্সটাইল, জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স, আরগন ডেনিম্স, চট্টগ্রাম ডেনিম মিল্স, এনজেড ডেনিম, আয়েশা ও গালিয়া ফ্যাশনস, ফাহিম এপারের্ল্স, ফ্যাশন গ্রুপ এসএন্ডএস, সুইমওয়ার লিমিটেড, প্যাসিফিক এক্সপোর্ট ও ইউরো ফ্যাসন মার্ট, সিনেরিজ সোর্সিং ও টোয়াড্স প্রিন্টিং।
বাণিজ্য মেলার সংগঠক মেসে ফ্রাংফ্রুট এই মেলার আয়োজন করে। প্রদর্শনীর পাশাপাশি ‘পোশাক সোর্সিং প্যারিস’ অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বমানের এই মেলায় বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক ও পাকিস্তানসহ প্রধান প্রস্তুতকারী দেশের ফ্যাশন পণ্য প্রদর্শন করছে।
বাসস/পিআর/অনু-এএএ/১৯৩০/-আরজি