রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন

948

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ লন্ডনে স্বাস্থ্য ও চোখের চিকিৎসার জন্য তাঁর ১০ দিনের সফর শেষে আজ দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী খবরটি নিশ্চিত করে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় ৬টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো বিমান বন্দর ত্যাগ করেছে।’
প্রেস মিনিস্টার বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এদিকে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব বাসসকে জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি আগামীকাল সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ৩১ আগস্ট আব্দুল হামিদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাতেন।