বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

954

ঢাকা, ২২ মার্চ ২০১৮ (বাসস) : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দেশব্যাপী আনন্দ র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বাসস’র জেলা সংবাদদাতা প্রেরিত সংবাদগুলো হলো-
ঝিনাইদহ : বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় ঝিনাইদহে বৃহস্পতিবার র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সকালে এ উপলক্ষে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন প্রমুখ।
বগুড়া : বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ মিঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
যশোর : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপনে আজ বৃহস্পতিবার যশোওে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টা থেকে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেন। এরপর সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। ত্রিশ সহ¯্রাধিক মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাটি যখন কালেক্টরেট চত্বরের পশ্চিম গেট দিয়ে বের হয়ে বিমানবন্দর সড়ক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক হয়ে কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের পাশ দিয়ে নার্সারী পট্টি হয়ে আবার কালেক্টরের ভবনের সামনে আসে তখনো ১০ হাজার ছাত্রছাত্রী সেখানে অবস্থান করছিল।
শোভাযাত্রা শেষে কালেক্টরেট সভা কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিকুন্নবী, জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপরিচালক আরিফুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ভবতোষ কুমার সরকার ও জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসেইন শওকত প্রমুখ।
লক্ষ্মীপুর : বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা বের করেছে প্রশাসন। সকাল ১০টা থেকে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফা, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন ড. মোস্তফা খালেদ আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেল্লাল হোসেন খান, জেলা তথ্য র্কমর্কতা আবদুল্ল্যা আল মামুন। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন প্রমুখ
নওগাঁ : স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক ধরে ব্রিজের মোড় হয়ে পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেক র‌্যালিতে নেতৃত্ব দেন।
পরে সেখানে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। মো. কায়েস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ বেগম প্রমুখ।
হবিগঞ্জ : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে সকল সরকারি অফিসের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ছোলায়মান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুদমার প্রমুখ।
ভোলা : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য অর্জনে জেলায় আজ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। বক্তব্য রাখেন জেলা পুলিশ সূপার মো. মোকতার হোসেন, সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, তথ্য কর্মকর্তা আহসান কবির, প্রেসক্লাব আহবায়ক মো. আবু তাহের, চেম্বার অব কমার্স পরিচালক মো. সফিকুল ইসলাম প্রমুখ।
দিনাজপুর : জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালী এবং পরে জেলা প্রশাসন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুর, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাছুম সারওয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মুরাদুল ইসলাম এবং চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরীসহ নানা শ্রেণীর ও পেশার মানুষ।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুরের সভাপতিত্ব আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়।
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পওে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, চীফ মেডিকেল অফিসার ডা. মো. নজরুল ইসলাম, হাবিপ্রবি ছাত্রলীগ শাখার নেতা মোস্তফা তারেক চৌধুরী, মোর্শেদুল আলম রনি, আহকামুল আকমাম, মো. পারভেজ হোসেন
ইীলফামারী : দেশ উন্নয়নশীল উত্তরণের সক্ষমতা লাভ করার ঐতিহাসিক অর্জন উপলক্ষে জেলায় একটি আনন্দ শোভাযাত্রা বের হয় ।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন. পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমা-ার মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহীম প্রমুখ।