নড়াইলের কালিয়ায় ৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু

536

নড়াইল, ৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার কালিয়া উপজেলায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে বাবরা হাচলা ইউপি কার্যালয় থেকে দাদনতলা পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণকাজ আজ শুরু হয়েছে।
আজ শুক্রবার নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি প্রধান অতিথি হিসাবে এই নির্মান কাজ উদ্বোধন করেন।
উপজেলার চাচুড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে চাচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলে এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমদ্দার, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কুষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির, পুরুলিয়া ইউপির চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, বাবরা হাচলা ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুল, পাঁচগ্রাম ইউপির চেয়ারম্যান জহুরুল হক মোল্যা, প্রমুখ।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, বাবরা হাচলা ইউপি কার্যালয় থেকে দাদনতলা পর্যন্ত নির্মাণাধীন ৫ কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ২৭৩ টাকা।