বাসস ক্রীড়া-১৪ : দ্বিতীয় ম্যাচও ড্র হলো

436

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-
দ্বিতীয় ম্যাচও ড্র হলো
কক্সবাজার, ৬ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : প্রথম ম্যাচের পর বাংলাদেশ-শ্রীলংকার ইর্মাজিং দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে। ফলে দুই ম্যাচের সিরিজে কোন দলই জয় পেল না।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় দিনও বৃষ্টি বাগড়া দেয়। টস জিতে এ দিন প্রথমে ব্যাট হাতে নামা বাংলাদেশ তাই ২৩ ওভারে ৩ উইকেটে ৫৭ রান করে। তৃতীয় দিন ৩ উইকেটে ২০৮ রান করে বাংলাদেশ। চতুর্থ দিনও খেলা না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
বাংলাদেশের পক্ষে আফিফ হোসেন ১৮০ বলে ১১টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৮৮ রান করেন।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো শ্রীলংকা ইমার্জিং দল।
বাসস/এএমটি/২০১৫/স্বব