বাসস ক্রীড়া-১০ : রিকার্ভ একক ও মিশ্র দলগতভাবে ফাইনালে বাংলাদেশ

240

বাসস ক্রীড়া-১০
আরচারি-বাংলাদেশ
রিকার্ভ একক ও মিশ্র দলগতভাবে ফাইনালে বাংলাদেশ
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): কিরগিজস্তানে চলমান দ্বিতীয় ইন্টারন্যাশনাল আরচারী টুর্নমেন্টে রিকার্ভ ডিভিশনে পুরুষ এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের তোফাজ্জল হোসেন। তিনি আজ সেমি-ফাইনালে কাজাখস্তানের সিরিকবাইকে ৭-১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে আগামীকাল তোফাজ্জলের প্রতিপক্ষ কিরগিজস্তানের কুরসানালিয়েভ উলুকবেক।
মিশ্র দলগতভাবেও ফাইনালে উঠেছে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন ও নাসরিন আক্তার)। বাংলাদেশের এ জুটি আজ সেমি-ফাইনালে তাজিকিস্তানকে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান।
এদিকে, কোয়ালিফিকেশন রাউন্ডে অংশগ্রহণকারী ১১টি দেশের ৩৩ জন আরচ্যার (২০ জন পুরুষ ও ১৩ জন মহিলা) অংশগ্রহণ করেন। ৭২০ স্কোরের মধ্যে বাংলাদেশের তোফাজ্জল হোসেন ৬১৪ স্কোর করে ২য়, আব্দুল্লাহ্ আল মামুন ৬০২ স্কোর করে ৩য়, মো. রেদওয়ান ৫৬৭ স্কোর করে ১০ম এবং নাসরিন আক্তার ৫৬০ স্কোর করে ৬ষ্ঠ স্থান অর্জন করেন।
বাসস/১৯২৫/স্বব