বাজিস-১০ : শেরপুরে মাসকলাই চাষে কৃষকদের প্রণোদনা

462

বাজিস-১০
শেরপুর- প্রনোদনা
শেরপুরে মাসকলাই চাষে কৃষকদের প্রণোদনা
শেরপুর, ৩ সেপ্টেম্বর ২০১৯ (বাসস): জেলায় তেল ও ডালজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে পাঁচশ ৫০ জন কৃষককে মাসকলাই চাষের প্রণোদনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ প্রনোদনা কৃষকদের মাঝে বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে একবিঘা জমি আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা বলেন, আগ্রহী কৃষকদের মাঝেই এসব প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে তেল-ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি পাবে। এতে পুষ্টির ঘাটতি পূরণ ছাড়াও কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
বাসস/সংবাদদাতা/২২০১/এমকে