বাসস দেশ-২৬ : রোহিঙ্গাদের সহায়তার জন্য এবছর ওএফআইডি পুরস্কার পেয়েছে ব্র্যাক

893

বাসস দেশ-২৬
ব্র্যাক-ওএফআইডি-পুরস্কার
রোহিঙ্গাদের সহায়তার জন্য এবছর ওএফআইডি পুরস্কার পেয়েছে ব্র্যাক
ঢাকা, ২৪ জুন, ২০১৮ (বাসস) : মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তূচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার জন্য এ বছর ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফর ডেভেলপমেন্ট- ২০১৮ পেয়েছে ব্র্যাক।
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক-এর আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা প্রতিষ্ঠান ওএফআইডি ২০০৬ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে।
এর আগে এই পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফজাই (২০১৩) এবং মিশরভিত্তিক চিলড্রেনস ক্যান্সার হসপিটাল (২০১৫)।
পুরস্কার হিসেবে ওএফআইডি ব্র্যাককে ১ লাখ ইউএস ডলার প্রদান করেছে। ২১ জুন অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থাটির কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্টসহ এ স্বীকৃতি গ্রহণ করেন ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওএফআইডির মহাপরিচালক সোলায়মান জে আল হারবিশ বলেন, ব্র্যাক প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের সহায়তা, তাদের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জীবনযাত্রায় সহায়তা করায় এ স্বীকৃতি দেওয়া হয়।
ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী বলেন, এই পুরস্কারে প্রাপ্ত অর্থ রোহিঙ্গা নারী ও শিশুদের মানবিক সহায়তা প্রদানে ব্যয় করা হবে।
বাসস/সবি/এমএন/২০৩৮/-কেএমকে