বাজিস-৪ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা-সিংগারবিল মুক্তিযোদ্ধা সড়কের নির্মাণ কাজ শুরু

523

বাজিস-৪
ব্রাহ্মনবাড়িয়া- সড়ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা-সিংগারবিল মুক্তিযোদ্ধা সড়কের নির্মাণ কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়া, ৩০ আগস্ট, ২০১৯ (বাসস): জেলার বিজয়নগরে ১৭ কিলোমিটার দীর্ঘ চান্দুরা- সিংগারবিল মুক্তিযোদ্ধা সড়কের নির্মাণ কাজ আজ শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩) র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সাড়ে নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২১ কোটি টাকা।
সড়কটির নির্মানকাজ উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ‘বর্তমান সরকার দেশের সড়ক যোগযোগকে টেকসই ও স্বস্তিদায়ক করতে গুরুত্বের সাথে কাজ করছে। বিজয়নগরের এই সড়কটির কাজ শেষ হলে এ পথে চলাচলকারীরা উপকৃত হবেন।’
এর আগে স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী উপজেলার চান্দুরা খেলার মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাসস/সংবাদদাতা/২১২৫/-এমকে