মশা নিধনে সারাদেশে ওষুধ ছিটাতে হাইকোর্টের নির্দেশ

354

ঢাকা, ২৮ আগস্ট, ২০১৯ (বাসস) : ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশা নিধনে ঢাকাসহ সারাদেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। একইসঙ্গে আগামী ১৬ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত।
মশা নিধনে বিশ্বের অন্যান্য দেশের উদারহণ উল্লেখ করে আদালত বলেছে, প্রয়োজনে স্কুল-কলেজ, অফিস-আদালত এক-দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে।
এ সংক্রান্ত রিটে আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।