বাসস দেশ-২২ : রুয়েটে বঙ্গবন্ধু কর্নার স্থাপিত

294

বাসস দেশ-২২
বঙ্গবন্ধু-রুয়েট
রুয়েটে বঙ্গবন্ধু কর্নার স্থাপিত
রাজশাহী, ২৬ আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক) : রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) নিচ তলায় পাঠাগার ভবনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ উগ্যোগ নেয়া হয়েছে।
রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে কর্নারের উদ্বোধন করেন।
রুয়েটের উপাচার্য (ভিসি) প্রফেসর রফিকুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান ও রুয়েটের রেজিস্ট্রার প্রফেসর সেলিম হোসেন।
এ সময় লিটন দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ভাষণও শুনা উচিৎ উল্লেখ করে মেয়র বলেন, ‘দেশপ্রেমিক নাগরিক হওয়ার জন্য তাদের অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে।’
১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।
কর্নারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ, তাঁর প্রতিকৃতি তার জীবনের বিভিন্ন সময়ের ছবি এবং তার জীবন ও কর্ম সম্পর্কে রচিত ৫ শতাধিক বই রয়েছে।
বাসস/এএইচ/অনু-কেএআর/১৯৩৫/-আসচৌ