লিঙ্গ সমতা প্রাতিষ্ঠানিকীকরণে সহায়তা করতে ইউএনএফপিএ’র প্রতি এলজিআরডি মন্ত্রী

201

ঢাকা, ২৬ আগস্ট ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা প্রাতিষ্ঠানিকীকরণে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সচিবালয়ে মন্ত্রীর কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউএনএফপিএ এর প্রতিনিধি ড. আশা টরকেলসেন সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডের সকল স্তরে লিঙ্গ সমতা অর্জনের লক্ষ্যে নারীদের অধিক হারে অংশগ্রহণ করতে এবং তাদের স্ব-স্ব ক্ষেত্রে সামর্থ বৃদ্ধির চেষ্টা করছি। এজন্য তাদের নিরাপদ মাতৃত্ব ও প্রজননসহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা প্রয়োজন।’
ইউএনএফপিএ এর প্রতিনিধি মন্ত্রীকে জানান, তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যৌথভাবে ‘জরুরী ভিত্তিতে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় মাল্টি-সেক্টর প্রকল্প বাস্তবায়নে কাজ করছে’।
ড. টরকেলসেন বলেন, এ বছর নভেম্বর মাসে ইউএনএফপিএ এর উদ্যোগে কেনিয়ার রাজধানী নাইরোবীতে অনুষ্ঠিতব্য নাইরোবী কমিটমেন্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সফলতা তুলে ধরা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, ইউএনএফপিএ এর প্রোগ্রাম বিশেষজ্ঞ শামীমা পারভীন উপস্থিত ছিলেন।