নবায়নযোগ্য জ্বালানি পাওয়ার প্লান্ট বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে

203

ঢাকা, ২৬ আগস্ট, ২০১৯ (বাসস) : একটি নবায়নযোগ্য জ্বালানি পাওয়ার প্লান্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. এবং চায়না ন্যাশনাল মেশিনারী ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশনের মধ্যে আগামীকাল এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।
বাসস’র সঙ্গে আলাপকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, একটি যৌথ বিনিয়োগ কোম্পানি (জেভিসি) গঠনের লক্ষ্যে আগামীকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই এমওইউ স্বাক্ষরিত হবে।
তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে পরবর্তীতে জেভিসি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করবে।’
সাইফুল আরো জানান, এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে যৌথ বিনিয়োগ কোম্পানি তাও চূড়ান্ত করে ফেলেছে।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি.-এর কোম্পানি সচিব এবং চায়না ন্যাশনাল মেশিনারী ইম্পোর্ট এক্সপোর্ট কর্পোরেশন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে এমওইউ স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস সভাপতিত্ব করবেন।