বাজিস-১ : জয়পুরহাটে ৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ৫শ’ ৯৫ প্রকল্প বাস্তবায়ন

298

বাজিস-১
জয়পুরহাট- প্রকল্প বাস্তবায়ন
জয়পুরহাটে ৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ৫শ’ ৯৫ প্রকল্প বাস্তবায়ন
জয়পুরহাট, ২৬ আগস্ট, ২০১৯ (বাসস): জেলায় গ্রামীণ পর্যায়ে সার্বিক উন্নয়নের জন্য প্রথম পর্যায়ে গৃহীত ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টিআর) কর্মসূচীর আওতায় ৫শ ৯৫টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৪৮৭ টাকা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট সদর উপজেলার ১৩৪ টি ও পাঁচবিবি উপজেলার ১২৫টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়াও আক্কেলপুর উপজেলার ১২২টি প্রকল্প, ক্ষেতলাল উপজেলার জন্য ১০১টি প্রকল্প ও কালাই উপজেলার জন্য ১১৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব টিআর প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৪৮৭ টাকা। ২০১৮-১৯ অর্থ বছরে টিআর প্রকল্পের অধীন বাস্তবায়িত প্রকল্পের মধ্যে ২ শ ৪৯ টি সোলার প্যানেল স্থাপন প্রকল্প রয়েছে বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুফাক্ষারুল ইসলাম ।
বাস্তবায়িত টিআর প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ , মাদ্রাসা ও মন্দিরের সংস্কার ও উন্নয়ন কাজ। ২০১৮-১৯ অর্থ বছরের জুন মাসের মধ্যে শতভাগ কাজ শেষ হয়েছে বলে সূত্রটি জানায়।
বাসস/সংবাদদাতা/১০৫১/নূসী