চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

326

চট্টগ্রাম, ২৩ আগস্ট, ২০১৯ (বাসস) : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আজ নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঐতিহাসিক মহাশোভাযাত্রা হাজারও ভক্তের অংশগ্রহণে রূপ নেয় মিলনমেলায়।
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে মহাশোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিলেটের মহাপ্রভু শ্রীঅঙ্গনের অধ্যক্ষ শ্রী রাধাবিনোদ মিশ্রজী মহারাজ।
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি ও মহাশোভাযাত্রা উপ-পরিষদের
আহ্বায়ক অলক দাশ। বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি বিমল কান্তি দে, সাবেক সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি ডা. মনোতোষ ধর, সহসভাপতি সাধন ধর, লায়ন দুলাল চন্দ্র দে, পরেশ চন্দ্র চৌধুরী, মহাশোভাযাত্রা উপ-পরিষদের সদস্যসচিব লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লায়ন তপন কান্তি দাশ, এস প্রকাশ পাল প্রমুখ।
প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আবহমানকাল থেকে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণ আজীবন মানবতার জয়গান গেয়েছেন। তাঁর আদর্শ ধারণ করতে পারলে সমাজে কোনও বৈষম্য থাকবে না।’
ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতও আপনাদের পাশে ছিল। আমাদের দেশের অনেক নাগরিকও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ হয়েছিলেন, যা নিয়ে আমরা গর্ব করতে পারি। বন্ধুপ্রতিম দেশ হিসেবে অতীতের ন্যায় ভবিষ্যতেও ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে।’