বাজিস-১২ : ১৫৪ জন শিক্ষার্থীকে যশোর শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান

498

বাজিস-১২
যশোর- শিক্ষাবৃত্তি
১৫৪ জন শিক্ষার্থীকে যশোর শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান
যশোর, ২২ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলার আটটি উপজেলার ১৫৪ জন শিক্ষার্থীকে আজ যশোর শিক্ষা ট্রাস্ট শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জিলা স্কুল মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব মিয়া এবং মুক্তিযোদ্ধা আলী হোসন মনি। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিন্দিতা রায়।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
উল্লেখ্য, যশোর জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ১৫৪ শিক্ষার্থীকে এদিন ২ হাজার ৪শ’ টাকা, ৩ হাজার টাকা ও ৩ হাজার ৬শ’ টাকা হারে মোট চারলাখ ৪৬ হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২১৪০/-এমকে