বাজিস-১১ : চট্টগ্রামে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

507

বাজিস-১১
চট্টগ্রাম- ২১ আগস্ট-পালিত
চট্টগ্রামে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত
চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০১৯ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার জেলায় ও নগরীতে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, নোমান আল মাহমুদ ও এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।
অন্যদিকে সকাল ১০ টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপি বক্তব্য রাখেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজেলে করিম চৌধুরীর সভাপতিত্বে নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ও জেলা পরিষদে চেয়ারম্যান এম এ সালামসহ দলীয় নেতারা সভায় বক্তব্য রাখেন।
‘চট্টগ্রাম নাগরিক উদ্যোগ’ আজ বেলা ১১টায় নগরীর জামাল খাঁন সড়কে প্রেসক্লাবের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূলহোতা তারেক রহমানসহ খুনিদের প্রতি ঘৃণা জানানো ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে জাতিসংঘসহ বিশ্ববিবেকের কাছে খোলা চিঠি পাঠানোর লক্ষ্যে কর্মসূচি আয়োজন করে।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের বিশেষ এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সিটি মেয়র তার বক্তব্যে বলেন, ‘২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা আন্তর্জাতিক সন্ত্রাস। জাতির পিতার কন্যা ও গণতন্ত্রের মানসকন্যাকে হত্যাচেষ্টার ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন নিন্দনীয় অপরাধ। অথচ বিশ্ব সভ্যতার ধারক বাহক দাবিদাররা লন্ডনে সেই হামলার মাস্টারমাইন্ড বিএনপি নেতা তারেক রহমানকে আশ্রয় দিয়েছে।’
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বোর্ড সদস্য ও নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আজ দুপুরে কালো পতাকা মিছিল ও প্রতীকী ফাঁসির আয়োজন করে।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, ছাত্রলীগ নেতা সাঈদুল হক সাঈদ ও সায়ন দাশ গুপ্ত প্রমুখ।
বাসস/জিই/এসকেবি/২১১০/এমকে