বাসস দেশ-১৫ : গোপালগঞ্জে বাস চাপায় দুই এনজিও কর্মী নিহত

329

বাসস দেশ-১৫
গোপালগঞ্জ-দুর্ঘটনা-নিহত
গোপালগঞ্জে বাস চাপায় দুই এনজিও কর্মী নিহত
গোপালগঞ্জ, ২৩ জুন, ২০১৮ (বাসস) : জেলার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া মোড়ে বাসের চাপায় মোটর সাইকেল আরোহী দুই এনজিও কর্মী নিহত হয়েছে। এ সময় পথচারী ও বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত ১১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুঘর্টনাটি ঘটে।
নিহতরা হলেনÑ বেসরকারী উন্নয়ন সংস্থার (রিক) গোপালগঞ্জ অফিসের মাঠ কর্মী পিরোজপুর জেলার পুলক ব্যাপারী (২৮) ও ইমরান হোসেন (৩০)। আজ সকালে তারা মোটর সাইকেলে করে কর্মস্থল গোপালগঞ্জ শহরের বেদগ্রাম যাচ্ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ঘোনাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী পুলক ব্যাপারী ও ইমরান হোসেন নিহত ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮২৫/-এএএ