লারা, সারওয়ানের দ্বারস্থ হলো উইন্ডিজ ক্রিকেট

350

এন্টিগা, ১৭ আগস্ট, ২০১৯ (বাসস): নিজ মাঠে ভারতের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন কিংবদন্তী ব্রায়ান লারা এবং রামনরেশ সারওয়ান।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের আগে এন্টিগায় সিরিজ পুর্ব অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে কাজ করবেন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন লারা এবং ক্যারিবিয় ক্রিকেটে নিজ প্রজন্মের শীর্ষ খেলোয়াড়দের একজন সারওয়ান।
ওয়েস্ট ইন্ডিজ ১৩ সদস্যের দলের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও বিশেষত্ব শেয়ার করবেন এ দু’জন।
এন্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী ২২-২৬ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। এরপর জ্যামাইকার সাবিনা পার্কে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
উভয় দলই এ সিরিজ দিয়ে নিজেদের আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন শীপ শুরু করতে যাচ্ছে। স্বল্প সময়ের জন্য দলের সঙ্গে সাবেক এ দুই তারকা কাজ করতে রাজি হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ডিরেক্টর জিমি এডামস।
এক বিবৃতিতে এডামস বরেন, ‘আমাদের দলে বেশ কিছু তরুন ব্যাটসম্যান আছে। যারা ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তারকা হবে বলে আমরা মনে করি। এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আমরা তাদের উন্নতির বেশ ভাল লক্ষন দেখেছি। আমরা চাই তারা তারা আরো ভাল করুক এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে অসাধারন খেলোয়াড়ে পরিনত হোক।’তাদেরকে আরো ভাল অবস্থায় দেখতে চাই।’
‘এ সকল খেলোয়াড়ের সঙ্গে কাজ করার জন্য আমরা লারা ও রনিকে এনেছি। আমরা জানি এদের দুজনের এখনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালবাসা আছে এবং বর্তমান প্রজন্মকে তারা সাহায্য করতে এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করতে চায়।’
টেস্ট ক্রিকটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী লারা। ১৩১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১১,৯৫৩ রান করেছেন ক্রিকেটের এ‘বরপুত্র’।
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তার সর্বোচ্চ অপরাজিত চারশ রানের রেকর্ডটি এখনো সবার উপরে।
প্রথম শ্রেনীর ক্রিকেটে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে সর্বকালের সর্বোচ্চ অপরাজিত ৫০১ রানের রেকর্ডটিও লারার দখলে।