বাসস দেশ-১৯ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : বঙ্গবন্ধু হত্যাকান্ডের গভীর তদন্তে শক্তিশালী কমিশন গঠনের দাবি তথ্যমন্ত্রীর

269

বাসস দেশ-১৯ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
ড. হাছান-বঙ্গবন্ধু-আলোচনা
বঙ্গবন্ধু হত্যাকান্ডের গভীর তদন্তে শক্তিশালী কমিশন গঠনের দাবি তথ্যমন্ত্রীর

১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, গণধিকৃত হয়ে এক্ষেত্রে বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করেছে।
তিনি বলেন, ‘দেশের সাধারণ জনগণ এই শোকের দিনে বিএনপি নেত্রীর জন্মদিন পালনকে ব্যাপকভাবে ধিক্কার জানিয়ে আসছে। তাই জনরোষের কারণে তারা বাধ্য হয়েই জন্মদিন পালনের দিনটিকে পরিবর্তন করেছে।’
হাছান মাহমুদ প্রশ্ন রাখেন, ‘একটি রাজনৈতিক দল যদি তাদের প্রধানের জন্মদিনের তারিখই নিশ্চিত করতে না পারে, তবে কিভাবে তারা সামনে এগুবে।’
আওয়ামী লীগ দেশের পাট শিল্পকে ধ্বংস করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারই অধিকাংশ পাটকল বন্ধ করেছে। ১৯৯১ ও ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে তারা বৃহত্তম পাটকল আদমজি জুট মিলসহ অধিকাংশ পাটকল বন্ধ করে দেয়। অপরদিকে ১৯৯৬ ও ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই একের পর এক ওই বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করেছে। এমনকি শ্রমিকদের অনেক কারখানার মালিকানা দেয়া হয়েছে।’
তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিবকে পবিত্র ঈদ-উল-আজহার পর কোরবানীকৃত পশুর চামড়া ইস্যু নিয়ে নির্জলা মিথ্যা কথা না বলার আহ্বান জানান।
এ ব্যাপারে তিনি আরো বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থা বিগত দশ বছরের তুলনায় অনেক ভাল হয়েছে। তাই এবার কোরবানীও হয়েছে দুই থেকে তিনগুণ বেশি।
ড.হাছান বলেন, কিন্তু পরিবেশের সুরক্ষার জন্য সরকার কিছু বিধিনিষেধ আরোপ করায় ট্যানারীর সংখ্যা বাড়ানো যায়নি।
তিনি আরো বলেন, কিছু অতিমুনাফা লোভী এই অতিরিক্ত চামড়ার সুফল একাই ভোগ করতে চায়।
মন্ত্রী বলেন, এই ক্ষেত্রে দোষীদের চিহ্নিত করতে সরকার তদন্ত শুরু করেছে।
ড. হাছান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু’র কন্যা প্রধানন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
২০০৫ সালের ১৭ আগস্ট একই সাথে দেশের ৬৩টি জেলায় ধারাবাহিক সিরিজ বোমা হামলা ও ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার কথা উল্লেখ করে
ড.আরেফিন বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে সব সময়ই আগস্ট মাসকে বেছে নিয়েছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
বাসস/পিএসবি/অনু-কেএআর/১৯৪০/-আসচৌ