বাসস দেশ-১৭ : বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

491

বাসস দেশ-১৭
শোক-দিবস-আলোচনা
বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
যশোর, ১৬ আগস্ট, ২০১৯ (বাসস) : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য যা কিছু করা দরকার-সরকার সবই করছে।
আজ বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলা মনোহরপুর ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
স্বপন ভট্টাচার্য বলেন, যারা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ড ঘটিয়ে পৃথিবীর মানচিত্র থেকে বঙ্গবন্ধুসহ এদেশের নাম মুছে ফেলতে চেয়েছিলো, আজ তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ কাজী মাহমুুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম,এম নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সংবাদদাতা/২২১০/-এমএআর