বাজিস-৫ : বগুড়ার সোনাতলায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

498

বাজিস-৫
বগুড়া- প্রশিক্ষণ
বগুড়ার সোনাতলায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বগুড়া, ১৬ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের হারিয়াকান্দিতে আজ ‘মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত এ প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক।
ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক হাসান ফেরদাউস সরকার, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের প্রকল্প পরিচালক এসএম মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম, বালুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন প্রমুখ।
প্রশিক্ষণে ৬০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/২১৫৫/-এমকে