সহকারী নয় কলকাতার প্রধান কোচ ম্যাককালাম

570

নয়া দিল্লি, ১৫ আগস্ট ২০১৯ (বাসস) : গেল ১০ আগস্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছিল। কিন্তু আজ ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আসন্ন আইপিএলে কলকাতার প্রধান কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন ম্যাককালাম। এছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আরেক দল ওয়েস্ট ইন্ডিজের ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ আছেন ম্যাককালাম।
চলতি মাসেই সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন ম্যাককালাম। কোচিং ক্যারিয়ারে প্রবেশ করতেই তার এমন সিদ্বান্ত। দেশের হয়ে ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ম্যাককালাম। ১০১ টেস্টে ৬৪৫৩, ২৬০ ওয়ানডেতে ৬০৮৩ ও ৭১ টি-২০ ম্যাচে ২১৪০ রান করেন ৩৭ বছর বয়সী ম্যাককালাম। তার নেতৃত্বে প্রথমবারের মত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কেকেআরের হয়ে প্রথম খেলতে নামেন ম্যাককালাম। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। এরপর আরও কয়েক মৌসুম আইপিএলে খেলেছেন তিনি। তবে ২০১৮ সালের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন ম্যাককালাম।
২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সেরও হয়ে খেলেছিলেন ম্যাককালাম। ফাইনালে ৪৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলের শিরোপা জয়ে প্রধান ভূমিকা রাখেন তিনি।