বাজিস-৪ : বগুড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

453

বাজিস-৪
বগুড়া-দুর্ঘটনা
বগুড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
বগুড়া, ৯ আগস্ট ২০১৯ (বাসস) : জেলা শহরের তিনমাথায় আজ সকালে বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৩৬) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে শহরের তিনমাথায় আল নূর আবাসিক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার জোলাপাড়ার ফজলুল হকের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বিআরটিসি বাস পিছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রবিউল ইসলাম গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর সেখানেই তিনি মারা যান।
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল জানান, নিহত রবিউল ইসলাম সিরাজগঞ্জ জেলায় স্যানোফি বাংলাদেশ-এর সিনিয়র সাইন্টিফিক সেলস্ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। কেনাকাটা শেষে ঈদের ছুটিতে মোটর সাইকেল যোগে তিনি বাড়ি যাচ্ছিলেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, নিহত রবিউলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১০০/এমকে