বাসস ক্রীড়া-১৮ : স্ক্যান করতে হলো এন্ডারসনকে

287

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-অ্যাশেজ
স্ক্যান করতে হলো এন্ডারসনকে
লন্ডন, ১ আগস্ট ২০১৯ (বাসস) : কাফ ইনজুরির কারণে স্ক্যান করতে হলো ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসনকে।
আজ থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বোলিং করার সময় কাফ-ইনজুরিতে পড়েন। তাই ৪ ওভারের বেশি বল করতে পারেননি তিনি। ইনজুরিতে পড়লেও দীর্ঘসময় পর মাঠ ছাড়েন এন্ডারসন। প্যাভিলিয়নে ফিরে স্থানীয় হাসপাতালে স্ক্যান করান এন্ডারসন। তবে তার স্ক্যানের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
গেল মাসে ঘরোয়া আসরে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় একই ইনজুরিতে পড়েছিলেন এন্ডারসন। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডসে একমাত্র টেস্টটি মিস করেন তিনি।
১৪৮ টেস্টে ৫৭৫ উইকেট শিকার করেছেন এন্ডারসন। টেস্ট ইতিহাসে পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।
বাসস/এএমটি/২০১০/মোজা/স্বব