বাসস ক্রীড়া-১৭ : অনূর্ধ্ব-২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল

284

বাসস ক্রীড়া-১৭
হকি-ট্রায়াল-উন্মুক্ত
অনূর্ধ্ব-২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল
ঢাকা, ১ আগস্ট ২০১৯ (বাসস): আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে আজ শুরু হলো অনূর্ধ্ব-২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল। প্রথম দিনেই ট্রায়ালে মিলেছে ব্যাপক সাড়া। দ্বিতীয় বিভাগ হকি লিগের বাছাইকৃত ৫১ জন ও বিভিন্ন সার্ভিসেস দলসহ শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন উন্মুক্ত এই ট্রায়ালে।
বৃহস্পতিবার ট্রায়ালে অংশগ্রহণকারী খেলোয়াড়রা কোচ মামুন-উর-রশীদের কাছে রিপোর্ট করেন। এ সময় ট্রায়ালে নিজেদের সেরাটা দেয়ার জন্য খলোয়াড়দের প্রতি আহ্বান জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার সহ-নির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে এই ট্রায়াল। সেখান থেকে বাছাইকৃত ৩৫ খেলোয়াড়ের সাথে প্রাথমিক স্কোয়াডে সরাসরি যোগ দিবেন জাতীয় দলের ২৫ খেলোয়াড়।
বাসস/স্ববি/এমএইচসি/২০১০/মোজা/স্বব