পর্যায়ক্রমে সারাদেশের বয়স্কদের ভাতা দেয়া হবে : পরিকল্পনামন্ত্রী

353

সিলেট, ১ আগস্ট, ২০১৯ (বাসস) : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পর্যায়ক্রমে সারাদেশের সকল বয়স্ক লোকদের ভাতার আওতায় আনা হবে।
তিনি বলেন, ‘শেখ হাসিনাই বাংলাদেশে প্রথম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য ভাতা প্রথা চালু করেছেন। বর্তমানে দেশে বেশির ভাগই দরিদ্র ও বয়স্ক পুরুষ মহিলাদের এ ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশের সকল বয়স্ক লোকদের ভাতার আওতায় আনা হবে। এক সময় বাংলাদেশে ধনী-গরীব নির্বিশেষে সকল বয়স্করাই ভাতা পাবেন। সেদিন আর বেশি দূরে নয়।’
মন্ত্রী আজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বয়স্ক নারী ও পুরুষদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাঁর নেতৃত্বাধীন সরকার দেশে একক কোন গোষ্ঠীর উন্নয়ন চায় না, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। এই সরকারের আমলে মানুষের আয় বেড়েছে।
মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা দেশকে পাকিস্তান বানাতে চায়। এদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. আকমল হোসেন প্রমুখ।