রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্টি সাহিত্য কর্মগুলো বেশি বেশি চর্চার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

802

ঢাকা, ২৭ জুলাই, ২০১৯ (বাসস) : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও তাদের সৃষ্টি সাহিত্য কর্মগুলো বেশি বেশি চর্চা করার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার রাতে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণী বটমূলে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী রবীন্দ্র-নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
গীতাঞ্জলি ললিতকলা একাডেমীর উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রনালয়ের সাবেক সচিব আকতারী মমতাজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজধানী ঢাকাসহ সারা দেশে সংস্কৃতি কর্মকান্ডগুলো ছড়িতে দিতে কাজ করছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী সাজেদ আকবর, সালমা আকবর, সুবহা আকবর এবং নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী সালাউদ্দিন আহমেদ ও সেলিনা হোসেন। এসময় গীতাঞ্জলি ললিতকলা একাডেমীর শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।