বাসস দেশ-২৪ : বিএসএমএমইউতে খালেদা জিয়াকে দাঁতের চিকিৎসা দেওয়া হয়েছে

312

বাসস দেশ-২৪
খালেদা-চিকিৎসা
বিএসএমএমইউতে খালেদা জিয়াকে দাঁতের চিকিৎসা দেওয়া হয়েছে
ঢাকা, ২৭ জুলাই, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কেবিন ব্লকে থাকা কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দন্ত বিভাগে নিয়ে দাঁতের চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা দেড়টার দিকে খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে বের করে মাইক্রোবাসে দন্ত বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়।
খালেদা জিয়ার দাঁতের চিকিৎসার পর বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসনের ওপরের মাড়ির দুটি দাঁতে ইরিটেশন হচ্ছিল। এ কারণে জিবে ছোট আকারে ঘা হয়েছে। চিকিৎসার মাধ্যমে দাঁতের সমস্যাটা দূর করা হয়। এখন তার দাঁতের আর কোন সমস্যা নেই। তাকে মাউথওয়াশ দেওয়া হয়েছে এবং সেটি দিয়ে প্রতিদিন কুলি করতে বলা হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। তার অবস্থা দিনে দিনে ভালো হচ্ছে। তিনি আগে যেভাবে এসেছিলেন, তার চেয়ে এখন অনেক ভালো আছেন।
বাসস/বিকেডি/১৯৪২/কেজিএ