বাসস দেশ-৪৬ : নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার

517

বাসস দেশ-৪৬
নৌ ধর্মঘট-প্রত্যাহার
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার
ঢাকা, ২৪ জুলাই, ২০১৯ (বাসস ) : বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শ্রম অধিদপ্তরের মহা পরিচালক মো. মিজানুর রহমান বাসস’কে বলেন, আজ বুধবার বিকেল সাড়ে চারটায় ধর্মঘট প্রত্যাহার ঘোষনার পর নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে সব ধরনের নৌযান ধর্মঘট শুরু হয়েছিল।
মো. মিজানুর রহমানের সভাপতিত্বে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া প্রতিনিধিরা যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আলাপ-আলোচনা করে আপাতত নৌযান চলাচলের ঘোষণা দেয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, নৌপথের যাত্রীদের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যাত্রীদের ভোগান্তি এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা সদরঘাটে বিআইডব্লিউটিএ-এর যুগ্ম-পরিচালক আলমগীর কবির নৌযান ধর্মঘট -এর খবর পেয়েছেন বলে জানান।
নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের এই ধর্মঘট ডাকে।
বাসস/কেসি/২০২৫/এবিএইচ