বাজিস-১২ : বান্দরবানের রুমায় সরকারি চাল পেল ৫০৩ পরিবার

505

বাজিস-১২
বান্দরবান- চাল বিতরণ
বান্দরবানের রুমায় সরকারি চাল পেল ৫০৩ পরিবার
বান্দরবান, ২১ জুলাই ২০১৯ (বাসস) : জেলার রুমা উপজেলায় প্রবল বর্ষণে এবং পাহাড় ধসে ক্ষতি গ্রস্ত ৫০৩ টি পরিবারের মাঝে আজ চালসহ ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বর্ষন কিংবা পাহাড় ধসে সম্পূর্ণ ঘর বিধ্বস্থ এমন ১৬টি পরিবারকে দেয়া হয়েছে ৪০ কেজি করে চাল এবং ৪৯৯ পরিবারের প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে ৩০ কেজি করে চাল।
আজ রোববার বিকালে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান ও রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা।
ইউএনও শামসুল আলম জানান, ত্রাণসামগ্রি বিতরন অব্যাহত রয়েছে। আজ রোববার পর্যন্ত ১৭০ টি পরিবার ত্রাণসামগ্রি পেয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে সংগৃহিত তালিকা অনুযায়ি এ পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নের ৮৩৪ পরিবারকে ক্ষতিগ্রস্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১৪০/এমকে